কোটি টাকা নিয়ে সমঝোতা গুজব বলছেন আইনজীবী
সমঝোতা ঘিরে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত কর্মচারীদের আইনজীবী ইউসুফ আলীর ৬টি ব্যাংক হিসেব বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন করে আইনজীবী জানিয়েছেন, ১২ কোটি টাকার বেশি ফি নেওয়ার খবরটি আষাঢ়ে গল্প ছাড়া আর কিছুই নয়। তবে স্বীকার করেছেন, মামলায় গ্রামীণ টেলিকমকে পরাজিত করে চাকুরীচ্যূত কর্মচারীদের ৪৩৭ কোটি টাকা আদায় করে দিয়ে বড় অঙ্কের ফি পেয়েছেন তিনি।