টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শোচনীয় হারের কারণ জানতে কোচিংস্টাফদের সঙ্গে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার তিনি সাবেক পাঁচ অধিনায়ক ও সিনিয়র তিন ক্রিকেটার তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর সঙ্গে গুলশানে নিজ বাসায় সভা করেছেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও কোচরা। উপস্থিত ছিলেন বিসিবি প্রধানও। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
‘আপনাদের যেটা বলছি, বাংলাদেশ দলের যে খেলা আমরা দেখেছি, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে (টেস্ট) এবং যে টেস্ট দুটা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে, এই খেলা বাংলাদেশ দলের খেলা মনে হয় না। মানে আমার মনে হয় না এটা বাংলাদেশ দলের খেলা।’
‘এরাই যখন আবার টি-টুয়েন্টি খেলছে, ওয়ানডে খেলছে, টোটালি ডিফারেন্ট। এই টিমের সাথে যখন ওয়ানডে খেলছে, তখন আমরা ভালো খেলছি। ফলে টেস্ট হলে সমস্যাটা কোথায়? বেসিক্যালি ওদের সাথে বসার যে কারণ ছিল, প্রত্যেকের কাছে শুনতে চাচ্ছি যে সমস্যাটা কোথায় বলে তারা মনে করে।’
‘একটা জিনিস আপনাদের বলতে পারি, সমস্যাটা কোথায় হচ্ছে তা জানি না বা বুঝি না তা কিন্তু না। এখন যে পদ্ধতিতে যাচ্ছি সেটাই মনে হচ্ছে সঠিক পদ্ধতি। ওদের বলে দেয়া এটা করবা না, এটা করবার চেয়ে এইভাবে ওদেরকে একটা প্রসেসের মধ্যে নিয়ে এসে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বেটার।’
‘আগে তাই করতাম, সোজা বলে দেয়া হতো এটা করো, এখন তো আর এটা করি না। একটু প্রবলেম হচ্ছে, তবে আমি খুশি যে আমাদের যে ধারণা ছিল সমস্যা কোথায় এবং ওরা যা বলছে, বেশিরভাগই মিলে যাচ্ছে। ৯০ শতাংশ মিলেই যাচ্ছে।’
‘আজকে আরেকটা মেজর মিটিং আছে, যেটা কোচিংস্টাফের সঙ্গে। তাদেরকেও জিজ্ঞাসা করব তারা কী মনে করে, সমস্যাটা কোথায়। তারপর আমরা ওদের বলে দিবো কি করতে হবে এবং সামনের দিনগুলোতে কি করতে হবে।’