চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্যামব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কোরিতে জাকারবার্গের ভুল স্বীকার

ক্যামব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কারির বিষয়ে ভুল স্বীকার করেছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ফেসবুক ইউজারদের তথ্য ফাঁস হয়েছে বলে জানান তিনি।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা সব জরিপ মিথ্যা প্রমাণ করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

তার এমন জয়ে একটি ফেসবুক অ্যাপ ভূমিকা রেখেছিল বলে অভিযোগের ভিত্তিতে ভুল স্বীকার করেন মার্ক জাকারবার্গ।

‘দিস ইজ মাই ডিজিটাল লাইফ’ নামের অ্যাপটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক অ্যালেক্সান্ডার কোগান তৈরি করেছিলেন।

নির্বাচন নিয়ে গবেষণা করা ব্রিটিশ সংস্থা ‘ক্যামব্রিজ অ্যানালাইটিকা’র হয়ে অ্যাপটি ডেভেলপ করেছিলেন কোগান।