টাঙ্গাইলে কৃষক বাহাদুর খাঁ হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলো- টাঙ্গাইল সদরের রশিদপুর গ্রামের আব্দুল কাদের, মোঃ চাঁন খাঁ, আবুল, রুপচাঁন, ওয়াজেদ ও সহিদ।

বৃস্পতিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাওদ হাসান এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এছাড়াও দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবর খান জানান: ১৯৯৮ সালের ২২ নভেম্বর রশিদপুর গ্রামের মোগল খাঁ এর ছেলে বাহাদুর খাঁকে রাত দশটার দিকে নিজ বাড়ি থেকে অপহরণ করে পার্শ্ববর্তি চাঁন খাঁর বাড়িতে নিয়ে যায়।
সেখানে একটি ছনের ঘরে আসামীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের শিকার বাহাদুর খাঁর ভাই আব্দুল কদ্দুস খাঁ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।