চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুয়াকাটা সৈকতে আবারও দুটি মৃত ডলফিন

KSRM
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ইরাবতি ও হ্যামব্যাক প্রজাতির ৮ ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন।
আজ বেলা সাড়ে বারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিন দুটিকে মাটিচাপা দেয়া হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে। বন্য প্রাণি আইনে জটিলতা থাকায় ডলফিন দুটিকে পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়।
Bkash
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাদের ধারণা জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে।
এর আগে শনিবার সন্ধ্যায় ব্লক পয়েন্ট এলাকায়ও একটি ৮ ফুট দৈর্ঘ্যর গঙ্গা নদীর শুশুক প্রজাতির মৃত ডলফিন ভেসে আসে। এর আগেও কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি মৃত শুশুক প্রজাতির ডলফিন ও তিমি ভেসে আসে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View