
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
সোমবার ইসি জানায়, তফসিলে প্রার্থীদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ রাখা হয়েছে ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।
পুরো ভোটই হবে ইভিএম পদ্ধতিতে।
ইসি জানিয়েছে, একই দিন দেশের ৬টি পৌরসভা এবং ১৩৫টি ইউনিয়নে ভোট হবে।