চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মুহূর্তেই ঝরে গেল চার প্রাণ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল দক্ষিণপাড়া নামক স্থানে দ্রুতগামী বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bkash July

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে ভ্যানযোগে চার যাত্রী কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মণ্ডল হোটেলের সামনে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ড্রাম ট্রাক সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ভ্যানে থাকা ৩ যাত্রী ও ভ্যানচালক।

নিহতরা হলেন: কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হোজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন, একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন আক্তার, আলামপুর হালদাপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন ও মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না খাতুন।

Reneta June

এছাড়াও গুরুতর আহত এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। পুলিশ ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ট্রাকের চালক পালিয়ে যায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান: কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View