চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুষ্টিয়ায় করোনায় ১১ জনের মৃত্যু

শনাক্ত ১৪৯

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল। শেষ ২৪ ঘণ্টায় ১৪৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৫১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫০ জন উপসর্গ নিয়ে মোট ২০১ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৫২২ জনের নমুনা পরিক্ষা করে ১৪৯ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৫৪% শতাংশ।

এদিকে, ১৪ দিনের লকডাউনের ৭ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ কোন বাঁধায় মানতে চাচ্ছে না, যেকোন অজুহাতে শহরে প্রবেশ করছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

আর বুধবার দিনভর অভিযান চালিয়ে সরকারী বিধিনিষেধ অমান্যকারী ১৪৩ জনের কাছ থেকে ৭৭হাজার ২শ টাকা জরিমানা আদায় এবং ২ জনকে জেল দিয়েছে জেলা প্রশাসনের সম্বনয়ে গঠিত ভ্রাম্যমান আদালত।