ভারতে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভমেলা উপলক্ষে যে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হচ্ছে, সেখানে সম্ভাব্য ভিড়ের জায়গাগুলোতে সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভিড়ের চাপে মানুষ যাতে পদদলিত না-হয় কিংবা হুড়োহুড়ির মধ্যে মাটিতে না-পড়ে যায়, সে জন্যই কোনো কোনো জায়গায় সেলফি তুলতে মানুষকে নিষেধ করা হয়েছে।
পুলিশ ও প্রশাসনের তরফ থেকে নাসিক ও ত্রিম্বকেশ্বরে নদীর ঘাটগুলোতে – যেখানে এখন কুম্ভমেলা চলছে তার অনেকগুলোতেই ‘নো সেলফি জোন’-এর পোস্টার দেয়া হয়েছে।