
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন প্রার্থীরা। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এই মনোনয়ন সংগ্রহ করছেন তারা।
মেয়র পদে দলীয় মনোনয়ন থাকলেও কাউন্সিলর পদে দলীয় মনোনয়নের বিষয়টি না থাকায় শুরুতে নির্বাচন কার্যালয়ে কাউন্সিলর প্রার্থীদের ভিড় বেশি দেখা যায়। প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং নিজেদের সমর্থকদের সাথে এসে মনোনয়ন সংগ্রহ করছেন প্রার্থীরা।
রোববার সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি নিয়ে কঠোর আছে কমিশন। এ পর্যন্ত কুমিল্লায় চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। অন্তত ৫ জন প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে।
আচরণবিধি মেনে না চললে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।