চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুমিল্লা সিটি নির্বাচনে বিজয়ীকে খালেদা জিয়ার অভিনন্দন

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কু বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যয় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

মনিরুল হক সাক্কুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে পুনরায় বিজয়ী করার জন্য সিটি কর্পোরেশনের জনগণ ও ভোটারদেরও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন।

তাছাড়া বিএনপি চেয়ারপার্সন কুসিক নির্বাচনে কর্তব্যরত সকল গণমাধ্যমকর্মীদের প্রতিও কষ্ট স্বীকার করে সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নানা প্রতিকুলতার মধ্যেও প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

Labaid
BSH
Bellow Post-Green View