চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত

ঢাকা চট্টগ্রাম রেলপথ বন্ধ রয়েছে

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত হয়েছে।

নিহত তিন শিক্ষার্থীরা হলো মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

Bkash July

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার দুপুর ১২ টায় স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

Reneta June

দুর্ঘটনার ফলে ঢাকা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ বন্ধ রয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View