চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুমিল্লার উন্নয়নে সাক্কুর পাশে থাকবো: সীমা

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন: কুমিল্লার উন্নয়নে মনিরুল হকের পাশে থাকবো। তিনি যখনই আমাকে ডাকবেন, তখনই আমাকে পাবেন। এসময় তিনি বিজয়ী প্রার্থী বিএনপির মনিরুল হক সাক্কুকে অভিনন্দনও জানান। বৃহস্পতিবার রাতে ভোটের ফল নিশ্চিত হয়ে যাওয়ার পর এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

এসময় ভোট দেয়ার জন্য সবাইকে শুভেচ্ছাও জানান তিনি।

আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত উভয় প্রার্থীই কুমিল্লার নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। দুই প্রার্থীর পক্ষ থেকেই ফল যাই হোক না কেন, মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো।

সন্ধ্যায় যখন ভোটের ফল আসতে শুরু করেছিল তখন একেবারে শুরুর দিকে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান আরও বেড়েছে। শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থীর কাছে নৌকার প্রার্থী হেরেছেন ১১ হাজার ভোটে।

বেসরকারি ফলাফলে ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপি-দলীয় প্রাথী মনিরুল হক সাক্কু।  তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। নৌকা প্রতীক নিয়ে  আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।

২০১২ সালের সিটি করপোরেশন নির্বাচনে সাক্কু হারিয়েছিলেন সীমার বাবা আফজাল খানকে। তবে সীমা তখন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। আর সাক্কু মেয়র থাকার সময় সীমা দায়িত্ব পালন করেছেন প্যানেল মেয়র হিসেবে।

২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৫ হাজার ১১৯ জন মহিলা। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১০৩টি এবং ভোট কক্ষ ৬২৮টি। প্রিজাইডিং অফিসার ১০৩, সহকারী প্রিজাইডিং অফিসার ৬২৮ এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন ১ হাজার ২৫৬ জন।

Labaid
BSH
Bellow Post-Green View