কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দেওয়া শুরু
দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার থেকে রাজধানীর আরও ৭টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। দীর্ঘ অপেক্ষার পর শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
রিপোর্টার: লায়লা নওশিন
ভিডিও: মঈন