ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কারিশমা কা কারিশমা’র সেই ছোট্ট মেয়েটিকে মনে আছে? প্রতি পর্বে কোনও না কোনও সমস্যা সমাধান করে পরিবারকে রক্ষা করতো রোবট কারিশমা।
২০০৩-এর কালজয়ী ছবি ‘কাল হো না হো’-তে প্রীতি জিনতার ছোট বোন জিয়া কাপুরের চরিত্রেও দেখা গেছে ঝনক শুক্লাকে। তার অভিনয় এবং মিষ্টি হাসি হৃদয় ছুঁয়েছিল দর্শকের। সেই ঝনক এখন অনেক বড়।
ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩৬ হাজারের বেশি। ২৪ বছর বয়সী ঝনক এখন আর্কিওলজিতে মাস্টার্স করছেন। ইউটিউবে চ্যানেল আছে তার। সেখানে মাঝে মাঝে কন্টেন্ট শেয়ার করেন তিনি।
ঝনকের বাবা হরিল শুক্লা একজন তথ্যচিত্র পরিচালক। মা সুপ্রিয়া অভিনেত্রী। হিন্দি সিরিয়াল ও সিনেমায় পরিচিত মুখ। বাবা, মা আর বোনের সঙ্গে ঝনক থাকেন মুম্বাইয়ে।
অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা নেই ঝনকের। পড়াশোনা নিয়েই ক্যারিয়ার আরও এগিয়ে নিতে চান তিনি।