Site icon চ্যানেল আই অনলাইন

‘কারো বাড়ির সামনে বর্জ্য পড়ে থাকলে সেখানে আরও বর্জ্য ফেলা হবে’

২৪ ঘণ্টার মধ্যে কোরবানীর বর্জ্য সরিয়ে নেবার ঘোষণা দিয়েছেন ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

তবে যেখানে সেখানে এবং কারো বাড়ির সামনে কোরবানীর বর্জ্য পড়ে থাকলে সেই বাড়ির সামনে ট্রাকে করে আরো বর্জ্য ফেলার কথাও বলেন উত্তরের মেয়র।

মঙ্গলবার ডিএসসিসি কোভিড ১৯ মনোনীত হাসপাতালে বিজিএমইএ’র পক্ষে ১৫টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও ৫০ হাজার মাস্ক প্রদান অনুষ্ঠানে মেয়র এসব কথ বলেন।

সিটির বর্জ্য সরানোর কাজে মাঠে থাকবে ১১ হাজার শ্রমিক। দেওয়া হবে ৬ লাখ জিয়ো ব্যাগ যা কোরবানীর বর্জ্যসহ প্রাকৃতিকভাবে মিশে যাবে।

Exit mobile version