Site icon চ্যানেল আই অনলাইন

কানাডার আলবার্টায় করোনা রোগির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি

Advertisements

কানাডার আলবার্টা প্রদেশে নতুন মহামারি রেকর্ড তৈরি হওয়ার সাথে সাথে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র শুক্রবার আলবার্টা প্রদেশে ৬২২ জনের নতুন করোনা ভাইরাসে আক্রান্তের এবং আরও ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে।

কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, হ্যালোইনের একদিন আগে আলবার্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন রেকর্ডে গত দশদিন ধরে গড়ে ৪৫০টি নতুন করোনা রোগী আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে ।

বর্তমানে ১৪০ জন আলবার্টানস এই রোগ নিয়ে হাসপাতালে রয়েছেন, তাদের মধ্যে ২৫ জন আইসিইউতে আছেন। উভয়ই রেকর্ড সংখ্যক।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার ২৭২ জন নতুন রোগী শনাক্তর ঘোষণা করেছেন এবং আরও একটি মৃত্যুর কথা জানিয়েছেন।

জনস্বাস্থ্য সক্রিয়ভাবে প্রদেশের ৬ হাজার ৩ জনকে পর্যবেক্ষণ করছে, যারা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কারণে সেল্ফ আইসোলেশন এ রয়েছেন।

সবশেষ তথ্য অনুযায়ী কানাডায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন, মারা গেছেন ১০ হাজার ১১০ জন, সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯৩ হাজার ৯৩৭ জন।

Exit mobile version