চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কাতার বিশ্বকাপ নিয়ে ফের ‘গুরুতর অভিযোগ’

KSRM

বহুল আলোচিত কাতার বিশ্বকাপ ঘিরে আরেকবার গুরুতর অভিযোগ উঠল। এবার সানডে টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফার নিয়ম ভঙ্গ করে ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে গোপনে প্রচারণা চালায় কাতার।

কাতারের বিরুদ্ধে এর আগে একাধিকবার এমন অভিযোগ উঠেছে। একবার ঘুষ দেয়ারও অভিযোগ ওঠে। এবার সানডে টাইমস প্রমাণ হিসেবে কিছু ইমেইল পাওয়ার কথা জানিয়েছে।

Bkash July

নতুন অভিযোগ ওঠার পর ফিফা বলছে, ‘এটি গুরুতর অভিযোগ। এর বিরুদ্ধে স্বাধীন তদন্ত হওয়া দরকার।’

কাতারের পক্ষ থেকে এক বিবৃতিতে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Reneta June

সানডে টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, আয়োজক দেশ হতে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বিজ্ঞাপনী সংস্থা এবং সাবেক সিআইএ এজেন্টদের সঙ্গে চুক্তি করে কাতার। তারা গোপনে বিভিন্ন দেশের কাছে কাতারের পক্ষে প্রচারণা চালায়।

২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ হতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া এবং জাপানকে পেছনে ফেলে কাতার।

ফিফার নিয়মে বলা আছে, আয়োজক দেশ হতে কোনো প্রকার লিখিত কিংবা মৌখিক বিবৃতি দিয়ে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View