চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনা বেডের ৮০ ভাগ পূরণ হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা রোগীদের জন্য ১৫-১৬ হাজার বেডের ৮০ ভাগ পূরণ হয়ে গেছে। এ কারণে সব জায়গায় বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএসএমএমইউ কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে ব্রিফিংকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ১০০০-১২০০ বেডের করোনা হাসপাতাল হবে, এখানে ৪শ বেডের আইসিইউ, আরও ৪শ বেডের এইচডিইউ ইউনিট করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ৪ হাজার নতুন চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দেবার প্রক্রিয়া শেষ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কোভ্যাক্স জোট থেকে আগস্টে ৬০ লাখ ফাইজারের ভ্যাকসিন এবং চীন থেকে ৫০ লাখ ভ্যাকসিন আসবে। সব মিলিয়ে আগামি দুই মাসের মধ্যে প্রায় পৌনে ২ কোটি ডোজ করোনার ভ্যাকসিন আসবে।

তবে তিনি সতর্ক করে বলেন, গত একমাসে যা ছিল, বর্তমানে তার থেকে ৮ গুণ রোগী বেড়েছে। করোনার সংক্রমণ বা ইনফেকশন না কমালে শুধু হাসপাতালের বেড বাড়িয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না।

Labaid
BSH
Bellow Post-Green View