Site icon চ্যানেল আই অনলাইন

করোনা ভ্যাকসিন নিবন্ধনে প্রতারণা, গ্রেপ্তার ১

টাঙ্গাইলে করোনা ভ্যাকসিন নিবন্ধনে প্রতারণা চক্রের সদস্য সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নগরজলফৈ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল নগরজলফৈ এলাকার সামাদ মিয়ার ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কমান্ডার এএসপি এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টাঙ্গাইল সদর উপজেলার নগরজলফৈ এলাকায় আরাফ মডেল মেডিসিন সপের আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সামাদ মিয়ার ছেলে সাব্বির হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়।

সে চলমান মহামারি কোভিড-১৯ করোনা ভ্যাকসিন নেয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেয়ার কথা বলে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ১,৫০০ থেকে ২ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে।

আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version