
সুস্থ হয়ে গেছেন করোনাভাইরাসে আক্রান্ত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তাকে অবশ্য এখনই অনুশীলনে না আসার কথা বলে দিয়েছে আর্সেনাল।
গত ১২ মার্চ করোনায় পজিটিভ হন আর্তেতা। ইংলিশ প্রিমিয়ার লিগে সেটাই ছিল প্রথম করোনা সংক্রমণের ঘটনা।
সুস্থ আর্তেতা এখন লন্ডনে আছেন। সেখান থেকে স্প্যানিশ টিভি লা স্যাক্সটাকে সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ভালো আছি। মনে হচ্ছে পুরোপুরি সুস্থ।’
‘সুস্থ হতে ও হারানো শক্তি ফিরে পেতে তিন-চারদিন সময় লেগেছে। এখন আর কোনো উপসর্গ নেই। সত্যি হচ্ছে আমি সুস্থ।’

গত ফেব্রুয়ারিতে ইউরোপা লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের পর ক্লাবটির মালিক ইভানগেলোস মারিনাকিসের সংস্পর্শে এসেছিলেন কয়েকজন খেলোয়াড়সহ আর্সেনাল কোচ। পরে জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন এ গ্রীক ধনকুবের। এরপরই বাতিল হয়ে যায় প্রিমিয়ার লিগে আর্সেনাল-ম্যানসিটি ম্যাচ। কোয়ারেন্টাইনে পাঠানো হয় ফুটবলারদের। নিজেও কোয়ারেন্টাইনে চলে যান আর্তেতা।
‘আমার খারাপ লাগছিল। ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি ছিলেন না। এরপরই আমি ক্লাব পরিচালকের কাছ থেকে ফোন পাই যে, মারিনাকিস করোনায় আক্রান্ত হয়েছেন। যারা তার সংস্পর্শে এসেছে সবাই ঝুঁকিতে।’
‘বুধবার আমাকে পরীক্ষা করা হয় এবং শুক্রবার থেকে আমার চিকিৎসা শুরু হয়। প্রিমিয়ার লিগকে ফোন করে জানানো হয় যে আমার দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে।’