চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনা জয় করে সুস্থ আর্সেনাল কোচ

KSRM

সুস্থ হয়ে গেছেন করোনাভাইরাসে আক্রান্ত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তাকে অবশ্য এখনই অনুশীলনে না আসার কথা বলে দিয়েছে আর্সেনাল।

গত ১২ মার্চ করোনায় পজিটিভ হন আর্তেতা। ইংলিশ প্রিমিয়ার লিগে সেটাই ছিল প্রথম করোনা সংক্রমণের ঘটনা।

Bkash July

সুস্থ আর্তেতা এখন লন্ডনে আছেন। সেখান থেকে স্প্যানিশ টিভি লা স্যাক্সটাকে সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ভালো আছি। মনে হচ্ছে পুরোপুরি সুস্থ।’

‘সুস্থ হতে ও হারানো শক্তি ফিরে পেতে তিন-চারদিন সময় লেগেছে। এখন আর কোনো উপসর্গ নেই। সত্যি হচ্ছে আমি সুস্থ।’

Reneta June

গত ফেব্রুয়ারিতে ইউরোপা লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের পর ক্লাবটির মালিক ইভানগেলোস মারিনাকিসের সংস্পর্শে এসেছিলেন কয়েকজন খেলোয়াড়সহ আর্সেনাল কোচ। পরে জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন এ গ্রীক ধনকুবের। এরপরই বাতিল হয়ে যায় প্রিমিয়ার লিগে আর্সেনাল-ম্যানসিটি ম্যাচ। কোয়ারেন্টাইনে পাঠানো হয় ফুটবলারদের। নিজেও কোয়ারেন্টাইনে চলে যান আর্তেতা।

‘আমার খারাপ লাগছিল। ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি ছিলেন না। এরপরই আমি ক্লাব পরিচালকের কাছ থেকে ফোন পাই যে, মারিনাকিস করোনায় আক্রান্ত হয়েছেন। যারা তার সংস্পর্শে এসেছে সবাই ঝুঁকিতে।’

‘বুধবার আমাকে পরীক্ষা করা হয় এবং শুক্রবার থেকে আমার চিকিৎসা শুরু হয়। প্রিমিয়ার লিগকে ফোন করে জানানো হয় যে আমার দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View