করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়া। রোববার দক্ষিণ আফ্রিকায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চলাকালীন করোনায় আক্রান্ত হন। রোববার সন্ধ্যায় তার হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সতীশের বড় বোন উমা ধুপেলিয়া।
মহাত্মা গান্ধীর ছেলে মণিলাল গান্ধীর তিন সন্তানের মধ্যে একজন ছিলেন সীতা ধৈর্যবালা গান্ধী। শশীকান্ত ধুপেলিয়াকে বিয়ের পর তিনি সাউথ আফ্রিকার ডারবানে চলে যান। তার তিন সন্তানের মধ্যে সতীশ একজন।
সতীশ দীর্ঘদিন সাউথ আফ্রিকার সংবাদমাধ্যমে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন। এ ছাড়া তিনি কাজ করেছেন গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্টের হয়েও। ডারবানে মহাত্মা গান্ধীর আদর্শ প্রচার ও সমাজের কাজ করছিলেন তিনি।

বিশিষ্ট সমাজকর্মী হিসেবেই খ্যাতি অর্জন করেন তিনি। সতীশের মৃত্যুর পর উমা ধুপেলিয়া ছাড়াও গান্ধী বংশের আরও এক সন্তান কীর্তি মেনন। তার বাড়ি জোহানেসবার্গে।