চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের মৃত্যু

শোক জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং কৃষিসচিব

KSRM

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হরলাল মধু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Bkash July

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।এছাড়াও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম।

এক শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, কৃষিবিদ হরলাল মধু অত্যন্ত নিষ্ঠার সাথে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে গেছেন। করোনার ঝুঁকির মধ্যেও তিনি তার দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। কৃষির উন্নয়নে তার অবদান সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

Reneta June

কৃষিমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় কৃষিসচিব বলেন, কৃষিবিদ হরলাল মধু ছিলেন একজন সৎ, চৌকস ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তাঁর মৃত্যুতে কৃষিক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তাঁর কর্মস্পৃহা ও অবদান কৃষিবিদসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিসিএস (কৃষি) ক্যাডারের ১০ম ব্যাচের সদস্য কৃষিবিদ হরলাল মধু ভোলায় উপ পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর নটাখোলা গ্রামে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View