চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনার লকডাউনে অব্যবহৃত মোটরবাইকের মধ্যে সাপ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরের মধ্যে মানুষজন। আর তাদের নিত্য ব্যবহ্নত যানবাহনও পড়ে আছে অলসভাবে। তেমনই একটি মোটরবাইকের ভেতরে এসে আস্তানা গেড়েছে বিশাল এক সাপ!

ঘটনাটি ঘটেছে ভারতে, ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দ ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এরপরেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

Bkash July

১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, সাপটি বাইকের আয়নায় পাশ থেকে বাইরে দেখছে। একটি লাঠি দিয়ে বাইকের হাতল ঘোরানোর সঙ্গে সঙ্গে ফোঁস করে উঠে সাপটি। শুধু তাইনয় বাইরে বেরিয়ে এসে ফণা তুলে দাঁড়িয়ে যায় ওই সাপ। ভয় পেয়েই সাপ উদ্ধারকারীদের খবর দেন ওই ব্যক্তি। কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে শান্ত করার পরে উদ্ধার হয়।

সামাজিক মাধ্যমে সুশান্ত নন্দ ভিডিওটি দিয়ে লিখেছেন, ‘যখন লকডাউন শেষ হয়ে যাবে ও আপনি নিজের গাড়ি যখন ব্যবহার করতে যাবেন, তখন ভালো করে তা একবার পরীক্ষা করে দেখবেন। হতে পারে কোনও পাখি বা পশু আপনার গাড়িতে বাসা বেঁধে বসে আছে।’

Reneta June

ভিডিওটি ২৯ মার্চ শেয়ার হবার পরে নেটিজনরা প্রায় বিশ হাজার মানুষ তা দেখেছেন এবং অনেকে শেয়ারও করেছেন।

Labaid
BSH
Bellow Post-Green View