করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরের মধ্যে মানুষজন। আর তাদের নিত্য ব্যবহ্নত যানবাহনও পড়ে আছে অলসভাবে। তেমনই একটি মোটরবাইকের ভেতরে এসে আস্তানা গেড়েছে বিশাল এক সাপ!
ঘটনাটি ঘটেছে ভারতে, ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দ ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এরপরেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, সাপটি বাইকের আয়নায় পাশ থেকে বাইরে দেখছে। একটি লাঠি দিয়ে বাইকের হাতল ঘোরানোর সঙ্গে সঙ্গে ফোঁস করে উঠে সাপটি। শুধু তাইনয় বাইরে বেরিয়ে এসে ফণা তুলে দাঁড়িয়ে যায় ওই সাপ। ভয় পেয়েই সাপ উদ্ধারকারীদের খবর দেন ওই ব্যক্তি। কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে শান্ত করার পরে উদ্ধার হয়।
সামাজিক মাধ্যমে সুশান্ত নন্দ ভিডিওটি দিয়ে লিখেছেন, ‘যখন লকডাউন শেষ হয়ে যাবে ও আপনি নিজের গাড়ি যখন ব্যবহার করতে যাবেন, তখন ভালো করে তা একবার পরীক্ষা করে দেখবেন। হতে পারে কোনও পাখি বা পশু আপনার গাড়িতে বাসা বেঁধে বসে আছে।’

ভিডিওটি ২৯ মার্চ শেয়ার হবার পরে নেটিজনরা প্রায় বিশ হাজার মানুষ তা দেখেছেন এবং অনেকে শেয়ারও করেছেন।
Once the lockdown is over & you want to use the vehicle, be sure that a reptile or bird has not made it’s transit house in side the vehicle? pic.twitter.com/deZq8xEoUF
— Susanta Nanda IFS (@susantananda3) March 29, 2020