চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনার মর্মস্পর্শী গল্পে সেলিমের ‘যাত্রী’

বিনজ্-এ মুক্তি পাচ্ছে করোনাকালীন গল্পে পাঁচ নির্মাতার সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’…

মহামারীর সংক্রমণকালে জনসাধারণের ভিন্ন ধরনের অভিজ্ঞতার আলোকে নির্মিত পাঁচ পর্বের অ্যান্থলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’র প্রথম শর্টফিল্ম ‘যাত্রী’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে দেখা যাচ্ছে ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজ্’এ।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে অনেক কাছের মানুষও এক নিমিষে দূরে সরিয়ে দিয়েছে, তেমনি আবার অচেনা হৃদয়বান ব্যক্তিরা বাড়িয়েছেন সাহায্যের হাত। করোনাকালীন মানবিক বিপর্যয়ের এমনই মর্মস্পর্শী একটি গল্প ‘যাত্রী’ শর্টফিল্মটিতে তুলে ধরেছেন অভিজ্ঞ নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

Bkash July

শর্টফিল্মটিতে মূল চরিত্র মতি দারোয়ানের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরো আছেন শ্যামল মাওলা, রামিশা নীলা, আহসানুল হক মিনু প্রমুখ।

সিরিজের পরবর্তী শর্টফিল্ম পরিচালক অনিমেষ আইচ নির্মিত ‘মুখ আসমান’ আগামি ৫ অক্টোবর, পরিচালক নূরুল আলম আতিকের ‘নিষিদ্ধ বাসর’ ৯ অক্টোবর, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ‘এসো বসে একসাথে খাই’ ১৩ অক্টোবর এবং আবু শাহেদ ইমনের ‘আড়াই মন স্বপ্ন’ ১৭ অক্টোবর থেকে বিনজ্-এ দেখা যাবে।

Labaid
BSH
Bellow Post-Green View