চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনামুক্ত জাহাঙ্গীর কবির নানক

প্রায় ১০ দিন পর করোনামুক্ত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শনিবার রাতে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

Bkash July

তিনি জানান, করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে জাহাঙ্গীর কবির নানক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নানক তার ফেসবুকে লিখেছেন, ‘‘মহান আল্লাহ্‌র অশেষ রহমতে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ।

Reneta June

আমি আমার দলের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমার করোনা (COVID -19) পজিটিভ হওয়ার পরেই আমি আমার পুত্র সমতুল্য একমাত্র মেয়ের জামাই ডাক্তার নাজমুল ইসলাম এর পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলাম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে আরো কিছু দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।’’

তিনি আরও লিখেছেন, আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সেবায় আবারও নিজেকে নিয়োজিত করতে চাই, আমার জন্য এবং আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।

গত ২ অক্টোবর রাতে জাহাঙ্গীর কবির নানকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।

ISCREEN
BSH
Bellow Post-Green View