চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: সোনিয়া গান্ধী ও সাবেক দুই রাষ্ট্রপতিকে মোদির ফোন

করোনাভাইরাস নিয়ে আলোচনা করতে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীসহ ভারতের সাবেক দুই রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও প্রতিভা পাতিল এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, এইচডি দেবেগৌড়াকে ফোন করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় একাধিক বিরোধী নেতৃবৃন্দকে দেশের চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আলোচনার জন্য ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কংগ্রেসের সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির মুলায়ম সিং এবং অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যা নবীন পট্টনায়েক, দক্ষিণের নেতা কেসিআর, এমকে স্টালিন এবং জোটসঙ্গী প্রকাশ সিং বাদলকেও ফোন করে আলোচনা করেন মোদি।

এর আগে করোনা মোকবেলায় গত সপ্তাহে প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের  মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে ক্রিকেটার এবং শিল্পীসহ বিভিন্ন ব্যক্তিত্বের প্রতি আহবান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭২ জন।  সর্বমোট ৩,৩৭৪ জন আক্রান্ত হয়েছে।  এখন পর্যন্ত ৭৭ জন মারা গেছে।