রাজশাহীতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুস সোবহান (৮০) রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গাঁওপাড়া গ্রামে।

রোববার সকাল পৌনে আটটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস।
তিনি জানান: গত ১৭ এপ্রিল জ্বর ও প্রস্রাবে জ্বালাপোড়া নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন আব্দুস সোবহান। তিন দিন পর চিকিৎসকদের সন্দেহ হলে তার করোনা পরীক্ষা করা হয়। ফলাফল পজিটিভ আসে। পরে তাকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।
আব্দুস সোবহানের করোনা শনাক্তের পর হাসপাতালের ২১ চিকিৎসক ও ১২ নার্সসহ ৪২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের সবার নমুনা পরীক্ষা হলেও কারও করোনা শনাক্ত হয়নি।