চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনাভাইরাস: ভিয়েতনামে ৮০ হাজার পর্যটককে সরিয়ে নেয়ার ঘোষণা

ভিয়েতনামে নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় এবং সামাজিক সক্রমণ এড়াতে ডানাং শহর থেকে ৮০ হাজার স্থানীয় পর্যটকদের সরিয়ে নিচ্ছে কতৃপক্ষ।

সোমবার দেশটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

Bkash

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের ডানাং শহরে একজন করোনা রোগী শনাক্ত হয়। এর কারণে কমপক্ষে ৮০ হাজার পর্যটককে শহর ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিয়েতনাম সরকার বলছে, তিনজনের করোনা পজেটিভ আসার পর ওই শহর খালি করতে জন্য মোটামুটি চারদিন সময় লাগবে।

Reneta June

অন্যদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ওই রোগী গত একমাস ধরে নিজ জেলায় বাড়িতে রয়েছেন এবং শহরের বাইরে ভ্রমণ করেননি।

এখন পর্যন্ত ভিয়েতনামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২০ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬৫ জন। তবে করোনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি ভিয়েতনামে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View