করোনাভাইরাস প্রতিরোধে কলকাতা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
করোনাভাইরাস প্রতিরোধে কলকাতা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগকরোনাভাইরাস প্রতিরোধে কলকাতা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ=============================================করোনা মোকাবিলায় মানুষকে ঘরে থাকতে উৎসাহ দিতে গান তৈরি করেছে কলকাতা পুলিশ। অঞ্জন দত্তের ‘চাকরিটা আমি পেয়ে গেছি’ গানের সুরে এমন একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সচেতনমূলক এই গানটি নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি চকোর মালিথার সঙ্গে অনলাইনে কথা বলেন গড়িয়াহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনসপেক্টর সৌম্য ব্যানার্জি। তিনি বলেন, গড়িয়াহাট থানাতে বসেই গানের সুর অপরিবর্তিত রেখে করোনা সংক্রামণ রোধে নতুন কথা লেখা হয়েছে।
Posted by Channel i on Monday, April 6, 2020
করোনা মোকাবিলায় মানুষকে ঘরে থাকতে উৎসাহ দিতে গান তৈরি করেছে কলকাতা পুলিশ। অঞ্জন দত্তের ‘চাকরিটা আমি পেয়ে গেছি’ গানের সুরে এমন একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সচেতনমূলক এই গানটি নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি চকোর মালিথার সঙ্গে অনলাইনে কথা বলেন গড়িয়াহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনসপেক্টর সৌম্য ব্যানার্জি। তিনি বলেন, গড়িয়াহাট থানাতে বসেই গানের সুর অপরিবর্তিত রেখে করোনা সংক্রামণ রোধে নতুন কথা লেখা হয়েছে।