চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: দেশে ৩৭ জন বিচারক ‘আক্রান্ত’

দেশের অধস্তন আদালতের ৩৭ জন বিচারক এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের অধস্তন আদালতের ৩৭ জন বিচারক এবং ১০১ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আরো ৩৮ জন কর্মচারী। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন অধস্তন আদালতের ১০ জন বিচারক। আর মৃত্যুবরণ করেছেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ।’

সুপ্রিম কোর্টের মুখপাত্র’র দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘করোনায় আক্রান্ত বিচারক এবং আদালতের কর্মচারীদের প্রয়ােজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট থেকে সংশ্লিষ্ট জেলার জেলা জজগণকে অনুরােধ করা হয়েছে। আর আক্রান্তদের বিষয়ে সুপ্রিম কোর্ট হতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সময়ে সময়ে তা প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।

এছাড়া করোনা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে সার্বক্ষণিক যােগাযােগের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, অধস্তন আদালতের বিচারকদের করোনা সংক্রান্ত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নেতৃত্বে ৫ সদস্যের আরো একটি কমিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।’