করোনাভাইরাস: দেশে রেকর্ডসংখ্যক করোনা সংক্রমিত রোগী শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে। এই প্রথম একদিনে ১৮ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। এই আক্রান্তদের মধ্যে আরও একজন মারা গেছেন। ফলে দেশব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩৩।