করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে গ৩ ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে দেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন: আমরা দেখছি অনেক এলাকাতেই এখন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যারা সংক্রমিত করছে তাদের বেশিরভাগই ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। তাই লকডাউন আরও কঠোরভাবে কার্যকর করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন: লকডাউন অনেকে মেনে চলছে না। দেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। সেটা যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। কোভিড-১৯ মোকাবেলার মূল অস্ত্র ঘরে থাকা ও পরীক্ষা করা। যুক্তরাষ্ট্রেও অনেক লোক আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। আমরা সেই তুলনায় ভালো আছি। আমরা সব নির্দেশনা মেনে চললে আরও ভালো থাকতে পারবো।
স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, নতুন করে ৩ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৭০ জনের।