করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় দেশের উপকূলীয় এলাকায় কাজ করছে বাংলাদেশ নৌ বাহিনী। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি হত-দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করছে নৌবাহিনীর সদস্যরা।
কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে কাজ করছে নৌ বাহিনী।

শুক্রবার মহেশখালীতে জন প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ, মাইকিং, জীবাণুনাশক স্প্রে করার পাশপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করে নৌ বাহিনী।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। এ কাজে সহযোগিতা অব্যাহত রাখবে নৌবাহিনীর সদস্যরা।
দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে ঘরে অবস্থান করার আহবান জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।
মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বড় ডেউল মাঠে ত্রাণ বিরতণ কালে উপস্থিত ছিলেন নৌ বাহিনীর মহেশখালী কন্টিনজেন্ট কমান্ডার লে: কমান্ডার আসাদুজ্জামান, মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরিফ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মো: জামিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি সুইচিংময় মারমাসহ অনেকে।