করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার টরন্টোতে আরেকজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম শওকত আলী।
স্থানীয় সময় শনিবার দুপুর ২টায় টরন্টো ইস্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এ নিয়ে কানাডায় ৬ জন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শওকত আলীর মুত্যুতে প্রবাসীদের মধ্যে শােকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে টরন্টোতে বসবাস করতেন।

কানাডায় এখন পর্যন্ত ৩৩ হাজার ২১৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৪৬৯ জন আর সেরে উঠেছেন ১১ হাজার ১৬৮ জন।