করোনায় আক্রান্ত হয়েছেন কিংবদন্তী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার মেয়ে দেবলীনা মুখোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দেবলীনা জানান, সপ্তাহ খানেক আগে শীর্ষেন্দুর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।

এরআগে তিনি গত ২ জানুয়ারি বইমেলা উদ্বোধনের জন্য মালদা গিয়েছিলেন। যদিও করোনা আবহের কারণে সেই বইমেলা স্থগিত হয়। এরপর বাড়ি ফিরে আসার পর শারীরিক দুর্বলতা বোধ করতে শুরু করেন ছিয়াশি পেরোনো এই সাহিত্যিক। এরপর করোনা পরীক্ষা করালে রিপোর্ট কোভিড পজিটিভ আসে।
বিজ্ঞাপন
মেয়ে জানান, শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজ বাড়িতে পুরোপুরি আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক কোনো জটিলতা না থাকলেও দুর্বলতা রয়েছে। পাশাপাশি রয়েছে স্বাদহীনতা ও খাবারে অরুচির লক্ষণও দেখা গেছে।
শীর্ষেন্দুর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সমরেশ মজুমদার, প্রচেত গুপ্তের মতো জনপ্রিয় সাহিত্যিকেরা।