করোনাকালে গানের মানুষের পাশে জাভেদ আখতার
কাজের অভাবে অর্থকষ্টে আছেন অনেক সুরকার, গীতিকার এবং সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের পাশে দাঁড়ালেন জাভেদ আখতার
করোনাভাইরাস এর কারণে জারি করা লক ডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সংগীত সংশ্লিষ্ট ৩১৫০ মানুষকে আগামী তিন সপ্তাহের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য আর্থিক সহায়তা করবে জাভেদ আখতার পরিচালিত সংগঠন ইন্ডিয়ান পারফরমিং রাইট সোসাইটি।
আইপিআরএস-এর তরফ থেকে ঘোষণাটি দিয়েছেন জাভেদ আখতার নিজেই।
করোনাভাইরাসের কারণে থেমে গেছে সব শুটিং। পাশাপাশি বন্ধ হয়ে গেছে গানের প্রোডাকশন। ফলে কাজের অভাবে অর্থকষ্টে আছেন অনেক সুরকার, গীতিকার এবং সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের পাশে দাঁড়ালেন জাভেদ আখতার।
শাবানা আজমির টুইটারে শেয়ার করা ভিডিও বার্তায় জাভেদ আখতার বলেন, ২১ দিনের এই লক ডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ মানা এবং একে অপরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আইপিআরএস এটার সদস্যদের জন্যই এতদূর আসতে পেরেছে। এই কঠিন সময়ে আইপিআরএস এর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়াবে।’

তিনি আরও বলেন, ‘আইপিআরএস সংগঠনটির সদস্যদেরকে ২১ দিনের লক ডাউনে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আর্থিক সহায়তা করবে।’
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা ভারতে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে ২৪ মার্চ দিবাগত মধ্যরাত থেকে। লকডাউনে সাধারণ মানুষ যাতে ঘরেই থাকে, সেজন্য কড়া অবস্থান নিয়েছে সরকার।
IPRS pledges support to the vulnerable in the music industry pic.twitter.com/t88IFbzAw3
— Azmi Shabana (@AzmiShabana) March 26, 2020