চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কম দামে ধান বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক

সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না বরিশালের কৃষক। বাধ্য হয়ে অনেকে  মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অনেকের ধান রয়ে গেছে গোলাতেই। সরকার এ বছর ধানের মূল্য নির্ধারণ করে দিয়েছে মণ প্রতি ৯২০ টাকা।

কৃষক জেলা খাদ্য গুদামে তাদের উৎপাদিত ধান নিয়ে গেলেও বিক্রি করতে না পেরে হতাশ হয়ে ফিরে আসছেন। খাদ্য গুদাম কর্তৃপক্ষ ধানের মান ও নানা অজুহাত দেখিয়ে ধান ক্রয় করতে চাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষক।

Bkash July

কৃষকের দাবি, প্রতিমণ ধান উদৎপাদন করতে ৭০০ টাকা খরচ হয় আর সেই ধান বিক্রি করতে হয় ৫৫০ টাকায়। সরকার ধান কেনার কথা বলে বিভিন্ন সময়ে ধান না কেনার অজুহাত দেখাচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য গুদামের কর্মকর্তারা।

বরিশাল ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক বলেন, নিয়ম-নীতি মেনেই কৃষকের কাছ থেকে ধান কেনা হচ্ছে। প্রতিদিন ৫০ থেকে ৬০টি গাড়ি লাইন দিয়ে কৃষকের কাছ থেকে ধান কিনে থাকে। এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়। এখানে কোনো ধরনের কৃষক ছাড়া অন্য কাউকে সুযোগ দেওয়া হয় না।

Reneta June

অপরদিকে বরিশাল বাবুগঞ্জের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ও খাদ্য পরিবেশক আব্দুল খালেক বলেন, অনেক কৃষকের ধান ফেরত পাঠানো হয়েছে। যেসব ধানের ধানের আদ্রতা আমরা বেশি পাচ্ছি সেসব ধান সংগ্রহ করা হয় না।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

Labaid
BSH
Bellow Post-Green View