চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কমেডি ধাঁচ আমার শক্তি, এই ফিল্ডে খেলাধুলা করতে চাই: দেবাশীষ

কেউ রোম্যান্টিক কেউ অ্যাকশন ধাঁচের গল্প দিয়ে সিনেমা নির্মাণে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের কমফোর্ট জোন কমেডি ধাঁচ।

দেবাশীষ বলেন, প্রত্যেকের ভিতরে নিজস্ব শক্তি থাকে। আমি মনে করি আমার শক্তি কমেডি ধাঁচ। আমি এই কমেডে ফিল্ডে খেলাধুলা করে যেতে চাই।

Bkash July

২৭ জানুয়ারি ছিল নির্মাতা দেবাশীষ বিশ্বাসের জন্মদিন। বিশেষ এই দিনে তিনি নতুন সিনেমার ঘোষণা দিয়ে জানান, তার নতুন ছবির নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। আশির দশকের ‘নাগ পূর্ণিমা’ ছবির একটি গানের শিরোনাম এটি। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত এন্ড্রু কিশোর, পর্দায় এ গানে ঠোঁট মিলিয়েছিলেন সোহেল রানা।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, সেই গান থেকেই রাখা হয়েছে ছবির নাম। আমার বাবা (দীলিপ বিশ্বাস) সবসময় বলতেন সিনেমার ক্ষেত্রে নামটা গুরুত্বপূর্ণ। নাম শুনেই যেন মানুষের আগ্রহ জন্মায়। আমি মনে করি, ‘তুমি যেখানে আমি সেখানে’ এই নামটির মধ্যে অন্যরকম আবেদন আছে।

Reneta June

জন্মদিনে মা, স্ত্রী ও পুত্রসহ মিশা সওদাগর, কাবিলা নিয়ে জমকালো এক আয়োজনে সিনেমাটির ঘোষণা দেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ খ্যাত এই নির্মাতা। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। প্রযোজনা করবেন সালমান চৌধুরী, সহপ্রযোজনায় নীলা চৌধুরী ও নাসিম চৌধুরী।

মে মাসে এর দৃশ্যধারণ শুরু করা হবে। বর্তমানে এর চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। কারা এতে অভিনয় করবেন সেই ঘোষণা দেননি দেবাশীষ। এ বিষয়ে তিনি বলেন, খানিকটা ব্যতিক্রমী আমেজ আনতেই এই আয়োজন। সাধারণত সিনেমার নায়ক-নায়িকা সঙ্গে নিয়ে সিনেমার নাম ঘোষণা আসে। কিন্তু আমি আগে নাম ঘোষণা করলাম। নায়ক ও নায়িকা পরে চূড়ান্ত করে জানাব।

‘তুমি যেখানে আমি সেখানে’র নায়ক-নায়িকা ছাড়া অন্যান্য চরিত্রের শিল্পী তালিকা প্রস্তুত করেছেন দেবাশীষ বিশ্বাস। অভিনয় করবেন মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলাসহ অনেকে। মেকাপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন এসকে দীপ।

 

Labaid
BSH
Bellow Post-Green View