চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কথা সুরে ওস্তাদ শাহাদাত হোসেন খান স্মরণ

KSRM

বাংলাদেশের অন্যতম সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩ তম জন্মবার্ষিকী মঙ্গলবার (৬ জুলাই)। এ বছর যখন তার জন্মজয়ন্তী উদযাপন করার আয়োজন চলছে, ঠিক তার ছয়মাস আগে তিনি তাঁর অসংখ্য সংগীতানুরাগীকে শোক ও বেদনার সাগরে ভাসিয়ে অকাল প্রয়াত হন।

তবে তাকে স্মরণ করতে মরণোত্তর জন্মজয়ন্তী উদযাপন করছে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন।

Bkash July

এ উপলক্ষে সংগীত ও কথামালার এক লাইভ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে এই সংগীত ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ আশীষ খান। আরও রয়েছেন উস্তাদ ইউসুফ খান (তবলা), আফসানা খান (সিতার), রুখসানা খান (সরোদ), সিরাজ আলী খান (সরোদ), জাকির হোসেন(তবলা), তানিম হায়াত খান রাজিত (সরোদ) প্রমুখ।

Reneta June

তাঁর শিষ্য ও পরবর্তী প্রজন্মের শিল্পীদের মধ্যে রয়েছেন পারভেজ খান (সরোদ), মুরসালিন হিমু(সিতার), খাজা মো. মাসুম বিল্লাহ (বাঁশী),পৃথুল অর্ণব (সরোদ) প্রমুখ। কথামালায় অংশ নেবেন ওস্তাদ আশীষ খান, কবি আলফ্রেড খোকন, সিতার বাদক অধ্যাপক রিনাত ফৌজিয়া ও মনিরুল ইসলাম।

এ প্রসঙ্গে ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশনের আহবায়ক পূরবী খান বলেন, ‘এই মহতী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাঁর সংগীত সাধনার পরম্পরা রক্ষার্থে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন। যথাসময়ে উক্ত অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদের এই উদ্যোগকে সার্থক করার জন্য আগ্রহী সবাইকে অনুরোধ জানাচ্ছি’।

বিজ্ঞাপন