পুলিশের নির্যাতনের পর নতুন করে টেলিফোনে অজ্ঞাত ব্যক্তিদের হুমকি পেয়ে অতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বানী ওরফে রাব্বাী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে অজানা এক ভীতির কথা জানালেন চ্যানেল আই অনলাইনের কাছে।
‘সেদিন (বৃহস্পতিবার) টেলিফোনে অজ্ঞাত দুই ব্যক্তির হুমকির পর থেকে আতঙ্ক কাটছে না। সেই নির্যাতনের কথা মনে হলে এখনো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। ওই দিনের পর থেকে প্রায় রাতেই ঘুমের মধ্যে মা মা করে চিৎকার করে উঠি ভয়ে,’ বলছিলেন রাব্বী।
সেদিনের নির্যাতন, অজ্ঞাত ব্যক্তিদের হুমকিসহ নানা বিষয়ে চ্যানেলআই অনলাইন কথা বলতে শুরু করেছিলো রাব্বীর সঙ্গে। তিনি কথা শুরু করলেন ঠিকই; কিন্তু শেষ করতে পারলেন না। শুধু বললেন, ‘আমার ভয় এখনো কাটছে না।’

রাব্বীর এমন অবস্থায় কথা হয় তার ঘনিষ্ঠ বন্ধু সোহেলের সঙ্গে। তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার পর কমিটির সদস্যরা এসে রাব্বীর কাছে ওই দিনের ঘটনা জানতে চান। কিন্তু ঘটনার বর্ণনা দিতে গিয়ে সে বারবার কেঁদে ফেলছিলেন।
‘এমন অবস্থায় তদন্ত কমিটির সদস্যরা অার কিছু জানতে চায়নি। মানবিক দিক বিবেচনায় করে হাসপাতাল থেকে চলে যান,’ বলেন সোহেল।
রোববার এই প্রতিবেদকের সাথে কথা বলার সময় পর্যন্ত রাব্বীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘আজ তেমন একটা সমস্যা হচ্ছে না। মনে হচ্ছে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে রাব্বী। তবে, কেউ সেদিনের কথা জানতে চাইলেই মারাত্মক আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছে।’
চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাকে খুব কম কথা বলতে দেওয়া হচ্ছে। সোহেল চিকিৎসকদের উদ্ধৃত করে বলেন, ‘তার সাথে কথা কম বলতে হবে।’
রাব্বীকে নির্যাতনের ঘটনার তদন্ত সম্পর্কে ওই ঘটনার তদন্ত কর্মকতা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক বলেন, ‘শনিবার তদন্ত প্রতিবেদন ডিসি তেঁজগাও বরাবর জমা দেওয়া হয়েছে। তবে এর বেশি অার কিছু আমি বলতে পারবো না।’
ভাড়া বাসার টাকা দিতে গত ৯ জানুয়ারি দিবাগত রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র গোলাম রাব্বানী ওরফে রাব্বী। সে সময় মোহাম্মদপুরের তাজমহল রোডে তার গতিরোধ করে পুলিশ। তার কাছে মাদকদ্রব্য আছে দাবি করে তল্লাশির নামে গাড়িতে উঠায়। তারপরই শুরু করে নির্যাতন।
সে সময় মোহাম্মদপুর থানার এএসআই মাসুদ শিকদারের নেতৃত্বে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা নির্যাতন করে রাব্বীকে। এ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাব্বীকে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তা মাসুদকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছে ‘সেভ দ্য ফিউচার’ নামে একটি সংগঠন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।