চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কথা বলার আগেই স্মার্টফোন-ট্যাব ব্যবহার করছে শিশুরা

যুক্তরাষ্ট্রের তিনভাগের দুইভাগ শিশুই হাঁটা ও কথা বলা শেখার আগে স্মার্টফোন এবং ট্যাব ব্যবহার করছে। এমন খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি জরিপ প্রতিষ্ঠান।

জরিপ প্রতিষ্ঠান ‘ইনস্টেইন হেলথকেয়ার নেটওয়ার্কের জরিপে দেখা গেছে এক বছর বয়সী শিশুদের প্রতি সাতজনে একজন দিনে কমপক্ষে একঘণ্টা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করছে। কিছু কিছু শিশু আবার একটানা ৩০ মিনিট পর্যন্ত পর্দায় থাকে।

Bkash July

শিশুরা প্রথমে কিভাবে মোবাইল মিডিয়া ও অন্যান্য ডিভাইস ব্যবহার করে তার খুঁজে বের করতে ২০ ধরনের জরিপ চালায় প্রতিষ্ঠানটি।

জরিপে দেখা যায়, এক বছরের কম বয়সী শিশুদের মিডিয়া ডিভাইস ব্যবহার সংখ্যা আশ্চর্যজনক বেশি। এই বয়সীদের টেলিভিশন দেখার হার ৫২ শতাংশ। ৩৬ শতাংশ স্মার্টফোন বা ট্যাবের পর্দা স্পর্শ করে, ১৫ শতাংশ ব্যবহার করে অ্যাপস এবং ১২ শতাংশ ভিডিও গেমস খেলে।

Reneta June

জরিপে আরও দেখা যায়, দুই বছর বয়সী শিশুদের বেশিভাগ মোবাইল ডিভাইস ব্যবহার করে।

৩৭০ টি পরিবারের ওপর ওই জরিপ চালানো হয়েছে। জরিপ কাজে নিম্ন আয়ের লোক থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত ব্যবহার করা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View