চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কখনও ভাবিনি ১০০ টেস্টে খেলব: কোহলি

KSRM

শুক্রবার ১২তম ভারতীয় হিসেবে শততম আন্তর্জাতিক টেস্টে মাঠে নামবেন বিরাট কোহলি। ক্যারিয়ারের এমন মাহেন্দ্রক্ষণে কোহলি জানান, ১০০টি টেস্ট খেলার কথা কখনও ভাবতেই পারেননি তিনি।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তারকা এ ব্যাটার। এছাড়া বিশেষ এ ম্যাচে মাঠে নামার আগে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি।

Bkash July

‘আমি কখনও ভাবিনি যে ১০০ টি টেস্ট খেলতে পারব। এটি একটি দীর্ঘ সফর। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদূর চলে এসেছি। ১০০ টেস্ট খেলতে গিয়ে অনেক ক্রিকেট খেলেছি। আমি অনেক ভাগ্যবান যে, ১০০টি টেস্ট খেলতে পারছি।’

‘সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় ছিল। আমিও নিজের ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি। এটি আমার এবং আমার পরিবারের জন্য অসাধারণ একটি মুহূর্ত। আমি জানামতে, আমার এই অর্জনে আমার কোচরাও অনেক খুশি।’

Reneta June

কোহলির আগে ভারতের হয়ে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন আরও ১১ জন। তারা হচ্ছেন- সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গস্কর, কপিল দেব, শচীন টেন্ডুলকার, অনীল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষণ, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং এবং ইশান্ত শর্মা।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। দীর্ঘ ১১ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৯ টেস্টে ৫০.৩৯ গড়ে ৭৯৬২ রান করেছেন তিনি। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০ টায় পাঞ্জাবের বিন্দ্রা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে কোহলির ভারত।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View