উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল এগারটার দিকে বুলডোজার নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গেলেও বিকেল পাঁচটা পর্যন্ত অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করতে পারেনি।
এ সময় অবৈধ দখলদারদের পক্ষে অনেককেই জেলা প্রশাসনের ওই দলকে বাধা দিতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গত ১ অক্টোবর সুপ্রিম কোটের আপিলেট ডিভিশন থেকে সুগন্ধা পয়েন্টের অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো আইনি বাধা নেই বলে জানানো হয়।
এ প্রসঙ্গে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘কোনো বাধার খবর আমি শুনিনি।। তবে, দোকান মালিকদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য তাদের সময় দেওয়া হয়েছে।’
৭৫ শতাংশ জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।