
আন্তর্জাতিক নারী দিবস আজ, দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশ কক্সবাজার শহরের কলাতলীর পুলিশ লাইন্স থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে।
র্যালিটি কয়েকটি সড়ক ঘুরে আবার কক্সবাজার জেলা পুলিশ লাইনস মাঠে গিয়ে শেষ হয়।
কক্সবাজার পুলিশ লাইন্স এর সম্মেলন কক্ষে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজানুর রহমান, নারী মানবাধিকার কর্মী এডভোকেট সাকি এ কাউসার।