চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার এসআই মো. মাঈনুদ্দিন।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জোবায়ের সুলতানের ছেলে মো. রাব্বী (৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে গিয়াস উদ্দিন (৮)। তারা দু’জনেই কক্সবাজারের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। রাব্বী দ্বিতীয় শ্রেণীর এবং গিয়াস উদ্দিন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

Bkash July

এসআই মাঈনুদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে ক্লাস বিরতির সময় সহপাঠীরা একসঙ্গে স্কুলের পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে রাব্বী ও গিয়াস পানিতে ডুবে যায়। খবর শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত শিশুরা সাঁতার জানতো না। সহপাঠীদের সঙ্গে কৌতুহলবশত গোসলে নেমে ডুবে মারা গেছে তারা। মৃতদেহ ২ টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Labaid
BSH
Bellow Post-Green View