বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। এর মার্কেট শেয়ার প্রায় ৫৯ শতাংশ। প্রকাশিত ওয়েব কন্টেন্টের প্রায় এক তৃতীয়াংশই প্রকাশিত হয় এ প্ল্যাটফর্মটির মাধ্যমে। গুরুত্ব বিবেচনায় ওয়ার্ডপ্রেসের সাথে একত্রে কাজ করার ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল।
মূলত ওয়েবপেজকে কীভাবে আরও দ্রুত লোড করা যায়, সে বিষয়টিকেই গুগল অধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই অংশ হিসেবে সম্প্রতি স্পিড আপডেট ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আগামী জুলাই থেকে কার্যকর হওয়া এ আপডেটের পর পেজ লোড স্পিড তুলনামূলক বেশি, এমন ওয়েবসাইটগুলোই প্রাধান্য পাবে মোবাইল সার্চ রেজাল্টে।
এরই মধ্যে গুগল মোবাইল-ফার্স্ট ইনডেক্স চালু করেছে যেখানে গুগল বিভিন্ন ওয়েবসাইটের মোবাইল ভার্সনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, বর্তমানে মোবাইল ডিভাইস থেকেই বেশি তথ্য খোঁজা হচ্ছে গুগলে। এক্ষেত্রে কোনো ওয়েবসাইট ধীরগতির হলে কিংবা ওয়েবপেজ ঠিকঠাক দেখা না গেলে ব্যবহারকারীর মধ্যে বিরূপ অভিজ্ঞতার সঞ্চার হয় যা সাইট এনগেজমেন্টে নেতিবাচক প্রভাব ফেলে।
এ বিষয়ে ওয়েব ডেভেলপারদের সহযোগিতা করার লক্ষ্যে ২০১৫ সালে অ্যাকসেলারেটেড মোবাইল পেজেস (এএমপি) প্রজেক্ট চালু করে। মোবাইল ডিভাইসে আরও কম সময়ে দ্রুতগতিতে ওয়েবপেজ দেখার সুযোগ করে দিতেই এএমপি চালু করেছিল গুগল। নিত্য নতুন এসব প্রযুক্তি প্রয়োগে এবং নীতিমালা বাস্তবায়নে ওপেন সোর্স কমিউনিটি সেইসাথে কনটেন্ট প্ল্যাটফর্মগুলোর সাথেও কাজ করছে গুগল। কিন্তু এরপরও মোবাইল ফ্রেন্ডলি এ ধরনের প্ল্যাটফর্ম (এএমপি) চালুর ক্ষেত্রে ওয়েব ডেভেলপারদের আগ্রহ কম।

আর তাই লক্ষ্য অর্জনে ওয়ার্ডপ্রেসের সাথে কৌশলগত অংশিদারিত্বে আসার পরিকল্পনা গুগলের। বর্তমানে ওয়েব দুনিয়ার অন্তত ২৯ শতাংশ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেসে তৈরি। ফলে ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করার মাধ্যমে গুগলের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কাজটি আরও সহজ হবে।
শুরুর দিকের তুলনায় বর্তমানে ওয়ার্ডপ্রেস নিরাপত্তার দিক থেকে এগিয়ে গেলেও পারফরমেন্সের দিক থেকে নন-ওয়ার্ডপ্রেস সাইটের তুলনায় পিছিয়ে আছে। বেশিরভাগ পারফরমেন্স ইনডিকেটরেই ওয়ার্ডপ্রেসের তুলনায় এগিয়ে আছে নন-ওয়ার্ডপ্রেস সাইট।
এ বিষয়ে গুগলের কনটেন্ট ইকোসিস্টেম টিমের ডেভেলপার অ্যাডভোকেট আলবার্টো মেডিনা এক ব্লগ পোস্টে গুগলে কর্মরত ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়ানোর কথা জানান। ওয়ার্ডপ্রেসের পারফরমেন্স অন্যান্য প্ল্যাটফর্মের মতো কিংবা তার থেকেও উন্নত করার পাশাপাশি এ প্ল্যাটফর্মের ইকোসিস্টেম সময়োপযোগী স্ট্যান্ডার্ডে উন্নীত করতেও কাজ করবে গুগল ও ওয়ার্ডপ্রেস।
আলবার্টো মেডিনা তার পোস্টে এএমপি প্লাগিন নিয়ে কাজ করার কথা জানালেও সামনে হয়তোবা ওয়ার্ডপ্রেসের কোর ফিচার হিসেবেই এএমপি যুক্ত করা হতে পারে।