বিজ্ঞাপন
করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজের একটি টিকা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে।
সম্প্রতি যুক্তরাজ্যের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনটেশন (সিডিসি)’র চালানো ৩ টি গবেষণার আলোকে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিএনএন।
ওমিক্রন ধরণের বিরুদ্ধে বুস্টার ডোজের কার্যকারিতা বিষয়ক পরীক্ষার প্রথম তথ্য এটি। শুক্রবার প্রকাশিত এ গবেষণাগুলোর প্রতিবেদনে প্রশ্ন তোলা হয় মাত্র ২ ডোজ টিকাই করোনার পূর্ণাঙ্গ ভ্যাকসিন কিনা?
এ প্রসঙ্গে সিডিসি’র উপদেষ্টা ডা. উইলিয়াম শ্যাফনার বলেন: আমি মনে করি, ৩ টি ডোজকে করোনা প্রতিরোধে পূর্ণাঙ্গ ডোজ হিসেবে বিবেচনা করা উচিত।
গবেষণায় দেখা যায়, ব্রিটেনে ডিসেম্বর ও জানুয়ারিতে ওমিক্রনের প্রকোপের সময় বুস্টার ডোজ গ্রহণ করা ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের প্রয়োজনহীনতা ছিল ৯০ শতাংশ। অর্থাৎ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের হার ছিল মাত্র ১০ শতাংশ। যেখানে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের পরবর্তী ৬ মাসের মধ্যে হাসপাতালে চিকিৎসা সেবার গ্রহণের অপ্রয়োজনীয়তার হার ৫৭ শতাংশ।
বিজ্ঞাপন