করোনা জয় করে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছরের কন্যা আরাধ্য বচ্চন। সোমবার সন্ধ্যায় এক টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন অমিতাভ বচ্চন।
টুইটারে অমিতাভ লিখেছেন, ‘আমাদের ছোট্ট মেয়েটা আর বউরানিকে হাসপাতাল থেকে মুক্তি দেয়ায় আমি আনন্দ অশ্রু আটকে রাখতে পারিনি। প্রভু আপনার কৃপা অসীম।’
সোমবার বিকালে অভিষেক বচ্চন এক টুইটে জানিয়েছেন, ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
ঐশ্বরিয়া ও আরাধ্য বাড়ি ফিরে গেলেও হাসপাতালেই আছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না আসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তারা। কইমই