চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

দুটো পরীক্ষাতেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে পরীক্ষা

KSRM

চলতি বছরে ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবারে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘন্টা।

ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Bkash July

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে ঘরে বসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। এসএসসি ও এইচএসসি’র ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ যথাক্রমে চলতি বছরের ১৩ এপ্রিল ও ৮ জুন। দুটো পরীক্ষাতেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করা হবে।

এবারের এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন হবে। আবশ্যিক বিষয়াবলি বাংলা, ইংরেজি, গণিতের সাথে বিভাগ ভিত্তিক অন্যান্য বিষয়াবলির উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Reneta June

এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও অন্যান্য বিভাগ ভিত্তিক বিষয়ের সাথে ঐচ্ছিক বিষয়েও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল।

বিজ্ঞাপন